যে জায়গায় রাউটার রাখলে ওয়াইফাইয়ের গতি কমে যাই

বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF
যে জায়গায় রাউটার রাখলে ওয়াইফাইয়ের গতি কমে যায়
রাউটার ওয়াইফাইয়ের গতি কমে যাই
বর্তমান বিশ্ব এখন ইন্টারনেটর উপর নির্ভরশীল। আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগ মাধ্যমে হচ্ছে ইন্টারনেট নির্ভর। এই ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা প্রায় অসম্ভব।
চাকরি জীবন হোক, বা পড়াশোনা কিংবা বিনোদন, খেলাধুলা সবকিছু এখন ওয়াইফাইয়ের ওপর নির্ভরশীল। কিন্তু ওয়াইফাই ব্যবহার করার সকম দেখা যায় ওয়াইফাই ইন্টারনেট এর গতি কমে যায়। এই ক্ষেত্রে অনেক সকম নেটওয়ার্ক কোম্পানির ভুল থাকে না, বরং রাউটারের ভুল জায়গায় অবস্থান রাখায় এই ধরণের সমস্যা হতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, রাউটারের সিগন্যাল বা ওয়াইফাই সিগন্যাল যত বেশি বাধার মুখে পড়ে, গতি ততই কমে যায়। তাই রাউটার কোথায় রাখবেন, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। 

চলুন জেনে নিই পাঁচটি এমন জায়গা যেখানে রাউটার রাখলে ওয়াইফাই স্পিড কমে যেতে পারেঃ-

ভারী আসবাবপত্র বা সোফার আড়ালে রাখাঃ 
আমরা ঘর সুন্দর রাখতে রাউটার ভারী আসবাবপত্র আড়ালে রাখা হয় কিন্তু এতে করে সিগন্যাল শক্ত বস্তু যেমন আলমারি বা সোফার পেছনে আটকে যায়, ফলে গতি কমে যায়।

মেঝেতে রাউটার রাখাঃ 
অনেক সময় আমরা মনে কি মেঝেতে রাখলে সিগন্যাল ভালো পাওয়াই কিন্তু না, মেঝেতে রাউটার রাখলে সিগন্যাল ওপরের দিকে পৌঁছায় না, যার ফলে ঘরের ওপরের তলা বা দূরবর্তী জায়গার ডিভাইসগুলো সঠিক ওয়াই-ফাই নেটওয়ার্ক বা সিগন্যাল কম পাওয়াই গতি পায় না।

বেসমেন্ট বা নিচতলায় রাখাঃ
বৈদ্যুতিক তার, পাইপ ও লাইটের কারণে বেসমেন্টে বা নিচতলায় সিগন্যাল দুর্বল হয় এবং ব্যবহারকারীর থেকেও দূরে থাকার কারণে গতি কমে যায়।

আলমারি বা ক্যাবিনেটে রাখাঃ
আমার অনেক সময রাউটার লুকানোর জন্য ক্যাবিনেটের মধ্যে রাখা হয়। বা বাইরে বাঁশ দিয়ে ওপরে রাখা হয় সেই ক্ষেত্রে রাউটারের সিগন্যাল ব্লক হয় এবং অতিরিক্ত গরম হওয়ার কারণে রাউটারের ক্ষতি হতে পারে এর কারণে ইন্টারনেটের গতি কমে যায়।

অন্য রাউটারের পাশেই রাখাঃ
বাসায় একাধিক রাউটার থাকলে একটা থেকে অন্যটা প্রায় ৩০০ মিটার বা তার বেশি দূরে না রাখলে সিগন্যাল কনফ্লিক্টের কারণে গতি মারাত্মকভাবে কমে যায়।

সেরা অবস্থানঃ
রাউটার ঘরের মাঝখানে, উঁচু জায়গায় এবং দেয়াল বা বড় আসবাব থেকে দূরে রাখুন। চারপাশে বাতাস চলাচলের ব্যবস্থা রাখলেই পাওয়া যাবে সর্বোচ্চ ওয়াইফাই স্পিড। প্লাস্টিক বা কাপড়ের ঝুড়িতে রাখলেও সমস্যা নেই, তবে ধাতুর উপর কখনো রাখবেন না। এতে করে যেমন সিগন্যাল পাওয়াই না তখন ইন্টারনেট গতি কমে যায়।


সূত্রঃ আরটিভি/কৌণিক বার্তা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url
বিজ্ঞাপন  Daraz 11.11 The Biggest Sale of The Year is coming Get up to 80% OFF